Html Document এ হাইপার রেফারেঞ্চ যুক্ত করা
কোন ওয়েবসাইট একটি ওয়েব পেজ নির্ভর নয়।অনেক গুলো ওয়েবপেজ নিয়ে একটি ওয়েব সাইট সৃষ্টি হ্য়।
কোন ওয়েবপেজে নিজস্ব বা অন্য কোন ওয়েবসাইট এর ওয়েবপেজের এর মধ্যে সমন্নয় করতে hyperlink ব্যাবহার করা হয়।
ব্যবহারকারি এক ক্লিক এ যেন অন্য ওয়েবপেজ এ গমন করতে পারে তাই এই a href ব্যবহার করা হয়।
প্রথম প্রক্রিয়াঃ
১। একটি ফোল্ডার এ দুটি html ফাইল তৈরি করি।
যেমনঃ একটি paragrapgh.html এবং অন্যটি link.html দিয়ে সেভ করি।
২। নিচের কোড গুলো নোটপ্যাড এ লিখে ফাইলটি paragraph.html নামে সেভ করি।
নিচের কোডটি তে একটি হেডিং ও একটি প্যারাগ্রাফ যুক্ত করা
হয়েছে। আপনি আপনার ইচ্ছা মত কোড লিখে সেভ করতে পারেন।
<html>
<body>
<h2>This is our second web page</h2>
<p>welcome to our webpage. thanks for
click.</p>
</body>
</html>
৩। আবার নিচের কোড গুলো নোটপ্যাড এ লিখে ফাইলটি link.html নামে সেভ করি।
</html>
<body>
<a href="paragraph.html">click
here</a>
</body>
</html>
৪। সেভকৃত link.html ফাইলটি ব্রাউজার
দিয়ে ওপেন করলে click me লেখা দেখাবে।
যেখানে ব্যাবহারকারী ক্লিক করলে paragraph.html ফাইলে গমন করবে।
দ্বিতীয় প্রক্রিয়াঃ
যদি আপানি আপনি আপনার ওয়েবপেজ এ অন্য ওয়েবসাইট যেমনঃ facebook,google এর লিঙ্ক যুক্ত করতে চান
তাহলে কি করবেন? একই কোড ব্যাবহার করবেন তবে একটু ভিন্নতা আছে।
নিচের কোড গুলো নোটপ্যাড এ লিখে ফাইলটি link.html নামে সেভ করুন।
</html>
<body>
<a href="http://www.google.com">click
here</a>
</body>
</html>
**এখানে http:// এর ব্যাবহার করতে হবে এবং ওয়েবসাইট টির সঠিক url ব্যবহার করতে হবে। google এর জন্য http://www.google.com, facebook এর জন্য http://www.facebook.com ইত্যাদি লিখতে হবে।url হল www.google.com এবং www.facebook.com .
ব্রাউজার দিয়ে link.html ব্রাউজার দিয়ে
ওপেন করলে ব্রাউজার এ click me লেখা দেখাবে
যেখানে ক্লিক করলে গুগল এ প্রবেশ করবে।

Comments
Post a Comment